EIIN : 103103; School Code : 0

সাঙ্গু উচ্চ বিদ্যালয়

Sangu High School

img02

Sangu High School

সাঙ্গু উচ্চবিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

অনগ্রসর পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে শিক্ষার আলো বিতরণের লক্ষে তৎকালীণ স্থানীয়সরকার পরিষদ বান্দরবান কর্তৃক নিন্ম মাধ্যমিক পর্যায়ের ২২টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।এর মধ্যে সাঙ্গু উচ্চবিদ্যালয় একটি। যাহা সাঙ্গু জুনিয়র হাইস্কুল নামে ০১/০১/১৯৯২ খ্রি: ৬ষ্ঠ শ্রেণীতে মাত্র ১৩ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক কর্মচারী নিয়ে আল-ফারুক ইনষ্টিটিউটে শ্রেণী কার্যক্রম আরম্ভ করে।পরবর্তীতে ১৯৯৫ খ্রি:সনে বর্তমান স্থানে ৩১৩ নং বান্দরবান মৌজা দাগ নং ২৬৬৩ অংশ ।মরহুম সিরাজ ডাক্তার থেকে ১একর ৩য় শ্রেণীর জায়গা ক্রয় করে ঘর তৈরী করা হয়। বিদ্যালয়ের চৌহদ্দীর মধ্যে অন্য একজন ব্যক্তির নামে কিছু জায়গা বন্দোবস্তি থাকায় তিনি বিদ্যালয় কতৃপক্ষকে বিবাদী করে মামলা করেন।এক পর্যায়ে তৎকালীন মাননীয় জেলাপ্রশাসক জনাব আবদুল হক মহোদয় ও পৌর চেয়ারম্যান জনাব আইয়ুব চৌধুরীর মধ্যস্থতায় বাদীকে বনরুপায় জায়গা প্রদান করা হলে বাদী মামলা প্রত্যাহার করে নেয়।ইতি মধ্যে কিছু অবৈধ দখলদার বিদ্যালয়ের জায়গায় ঘর তৈরী করে বসবাস করতে থাকে।তাই তৎকালীন সভাপতি অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক জনাব দিলোয়ার বক্ত এবং তত্তাবধায়ক সরকারের আমলে অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক জনাব পার্থ প্রতিম দেব মহোদয়ের সহযোগীতায় তাদেরকে উচ্ছেদ করা হলে। পরবর্তী দিন আনছার বাহিনী উক্ত উদ্ধারকৃত জায়গা বেড়া দিয়ে দখলকরে নেয় ।তাই বিদ্যালয় কর্তৃপক্ষ আনসারের বিরূদ্ধে মামলা করে।পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরহুম এস কে এ রাজ্জাক এবং বর্তমান সভাপতি জনাব কামাল পাশা মহোদয়ের আনসার কমান্ডারের সাথে আলোচনার প্রেক্ষিতে দখলীয় জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাসে মামলা স্তগিত রাখাহয়।এর পর ও বিদ্যালয়ের জায়গা ফিরে না পাওয়ায় উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত হতে থাকে।এদিকে বিগত ২৩/০৯/২০১২খ্রি: তারিখ বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কে এম তারিকুল ইসলাম মহোদয় বিদ্যালয় পরিদর্শনে আসলে তাঁকে বিষয়টি অবগত করা হলে তিনি সমস্যাটি জরুরী ভিত্তিতে সমাধানের ব্যবস্থা নেন।তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিগত ৪/১২/২০১২খ্রি: তারিখে বিদ্যালয় কতৃপক্ষ এবং আনসার ভিডিপি দপ্তরের সার্বেয়ারের উপস্থিতিতে এবং সন্মতিতে মো: সেতাফুল ইসলাম সহকারী কমিশনার (ভ’মি)বান্দরবান সদর সরেজমিনে তদন্ত পূর্বক সীমানার বিষয়টি নিস্পত্তি পূর্বক খুটি স্থাপন করে দেন।এতে বিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি ফেরত পায় ।

০১/০১/১৯৯৬ খ্রি: তারিখে অত্র বিদ্যালয় নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ।০১/০১/১৯৯৮ খ্রি: তারিখে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে ১৫/০৪/১৯৯৯খ্রি: তারিখে নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয়। ০১/০১/২০০৩ খ্রি: তারিখ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে কিন্তু এখনো পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে এমপিও হয় নাই।